নিষেধাজ্ঞা অমান্য করে হালদা নদীতে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে মো.ইব্রাহিম, মো. হান্নান, মো. সবুজ নামের ৩ ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গত সোমবার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সির ঘাট এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, সরকারি নিয়ম–নীতির তোয়াক্কা না করে রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙ্গিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বালি উত্তোলন করে আসছিলো। ঘটনারদিন দুপুরেও অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকার অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত মো.ইব্রাহিম, মো.হান্নান, মো.সবুজ নামের কালুরঘাট এলাকার ৩ ব্যক্তিকে সংশ্লিষ্ট ধারায় একলাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই রমজান আলী এবং হালদার সংশ্লিষ্ট পাহারাদারগণ সহযোগিতা করেন।












