তিউনিসিয়া উপকূলে ডুবে গেছে বাংলাদেশিসহ ৪৩ অভিবাসী

| রবিবার , ৪ জুলাই, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টাকালে তিউনিসিয়া উপকূলে জাহাজ ডুবে বাংলাদেশিসহ ৪৩ অভিবাসন প্রত্যাশীর সলিল সমাধি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আরও ৮৪ জনকে সাগর থেকে উদ্ধার করা হয়েছে বলে শনিবার তিউনিসীয় রেড ক্রিসেন্ট বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। খবর বিডিনিউজের।
লিবিয়ার উত্তরপশ্চিম উপকূলের জুওয়ারা থেকে তাদের বহনকারী জাহাজটি রওনা হয়েছিল। এতে মিশর, সুদান ও ইরাত্রিয়ার অভিবাসন প্রত্যাশীরাও ছিলেন বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি জানিয়েছে। সমপ্রতি আবহাওয়ার উন্নতি হওয়ায় তিউনিসিয়া ও লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা বেড়ে গেছে। এরমধ্যে তিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী আরও কয়েকটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। রেড ক্রিসেন্টের কর্মকর্তা মোঙ্গি স্লিম বলেছেন, ‘লিবিয়ার জুওয়ারা থেকে ইউরোপের পথে রওনা হওয়া জাহাজটির ৮৪ অভিবাসীকে উদ্ধার করেছে নৌবাহিনী আর আরও ৪৩ জন ডুবে গেছেন।’ সামপ্রতিক বছরগুলোতে ইউরোপে অভিবাসন প্রত্যাশী কয়েক লাখ লোক বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। এদের অধিকাংশই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের লোক। তারা সংঘাত ও দারিদ্র থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছে। ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান রুট ইতালি। গত কয়েক বছর ধরে দেশটিতে হাজির হওয়া অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা কমে আসলেও ২০২১ সালে আবার তা বেড়ে গেছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, গত বছর প্রায় সাত হাজার অভিবাসন প্রত্যাশী দেশটিতে হাজির হলেও চলতি বছর এ পর্যন্ত প্রায় ১৯ হাজার ৮০০ জন সেখানে উপস্থিত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধএক বছরে বেড়েছে সাড়ে পাঁচ হাজার ট্রেড লাইসেন্স
পরবর্তী নিবন্ধডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে ৬৫% কার্যকর কোভ্যাক্সিন