তারেক রহমান দেশে ফিরলে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে : আসিফ নজরুল

| মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৪:১১ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা না ফেরার প্রসঙ্গ মিলিয়ে ফেলা অরুচিকর বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি মনে করেন, তারেক রহমান উপযুক্ত সময়ে দেশে ফিরে আসবেন। লন্ডনে থাকা তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। গতকাল সোমবার সচিবালয়ে আইন উপদেষ্টার কাছে তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তার হুমকি নিয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে আসিফ নজরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো আইনি বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে তাহলে অবশ্যই আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। উনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। কোনটা উপযুক্ত সময় সেটা নির্ধারণের ক্ষমতা উনার রয়েছে বলে আমি বিশ্বাস করি। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। খবর বিডিনিউজের।

তারেক রহমানের দেশে আসা না আসা নিয়ে জনমনে তৈরি হওয়া কিছু প্রশ্ন অরুচিকর বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, উনি কেন আসছেন না, এ ধরনের প্রশ্ন আমাদের অনেকেই তুলে থাকে। আমার কাছে এসব প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মাছেলের সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা, ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো চিন্তা আছে কিনা, সেটা বিচার করাটা রুচিকর মনে হয় না। কখন আসতে হবে, সেটা সবচেয়ে ভালো উনারাই বুঝবেন।

পূর্ববর্তী নিবন্ধসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের কর্মবিরতি, হয়নি বার্ষিক পরীক্ষা
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিন থেকে আসার পথে স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু