তাওহীদুল উম্মাহ মাদ্রাসার পাগড়ি ও সনদ প্রদান অনুষ্ঠান গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া ইসলামিয়া বায়তুল হুদা মাদ্রাসার পরিচালক এমদাদুল্লাহ।
তিনি বলেন, হাফেজে কুরআন হওয়া একটি বিরাট নেয়ামত ও দায়িত্ব। যারা কুরআনকে অন্তরে ধারণ করে, তারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ অর্জন করেছে। তবে এই পবিত্র আমানত সংরক্ষণ ও এর উপর আমল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ ড. শোয়েব বিন রশীদ মক্কী। তিনি বলেন, একজন হাফেজ শুধু কুরআনের মুখস্থবিদ নয় বরং কুরআনের চালিকাশক্তি। আমাদের শিক্ষার্থীরা শুধু হিফজ করেই থেমে থাকবে না বরং কুরআনের আদর্শ অনুযায়ী জীবন গঠন করবে, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে, এটাই আমাদের প্রত্যাশা। বিশেষ অতিথি ছিলেন ইমরানুল হক রিয়াদী, অধ্যক্ষ আরিফুল ইসলাম, হাফেজ মাহবুবুর রহমান। এছাড়া স্টেশন কলোনি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আবু বকর ও সেক্রেটারি মোহাম্মদ জহির উদ্দিন বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাফেজ ওমর ফারুক। পরে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে পাগড়ি প্রদান ও সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।