তফসিল পেছানো নিয়ে যা বললেন নির্বাচন কমিশনার

| বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৭:২৬ পূর্বাহ্ণ

বিএনপি নির্বাচনে অংশ নিতে চাইলে তফসিল পেছানোর সুযোগ আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। গতকাল বুধবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। খবর বিডিনিউজের।

আনিছুর রহমান বলেছেন, নির্বাচন নির্বাচনের গতিতে হবে। সংবিধানে লেখা নেই, জাতীয় সংসদ নির্বাচনে কত ভোট কাস্ট হতে হবে। এজন্য নির্বাচনে কত পার্সেন্ট (শতাংশ) ভোট পড়লো সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন। কারণ সময়মত নির্বাচন না হলে সংবিধানে একটা শূন্যতা তৈরি হবে। তাই সময়মতই নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না। আমরা বলে দিয়েছি, যত পার্সেন্ট ভোট কাস্ট হবে তাই দিয়ে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিছুর বলেন, নির্বাচনে কে আসলো কে আসলো না, এটা আমাদের বিষয় নয়। কাউকে নির্বাচনে আনা আমাদের দায়িত্ব নয়। আমরা চিঠি দিয়েছি। তারা (তবে সংশ্লিষ্ট দলগুলো) নির্বাচনে আসতে চাচ্ছে। আমাদের এক নির্বাচন কমিশনারও বলেছেন বড় রাজনৈতিক দলটি (বিএনপি) নির্বাচনে এলে তফসিল পেছানো নিয়ে সংবিধানে সুযোগ আছে।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। নির্বাচনের পরিবেশ এখনও ভাল। এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা আমরা দেখতে পাইনি। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে আমাদের সব প্রতিশ্রুতি রয়েছে। এছাড়া কোনো সংসদ সদস্য আচরণবিধি ভঙ্গ করলে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পূর্ববর্তী নিবন্ধমাধ্যমিক স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফল ২৮ নভেম্বর
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে নৌকা চান দুই বেয়াই