একটা সময় ছিলো যখন শিশুকিশোররা বিভিন্ন সৃজনশীল কাজের মাধ্যমে মেধা বিকাশের চেষ্টা করতো। তা হতে পারে লেখালেখি, নাচ-গান, খেলাধুলা আরো অনেক কিছু। সময়ের সাথে সাথে তথ্য প্রযুক্তির ব্যাপক বিস্তার ঘটেছে। সেই সাথে পৃথিবী চলে এসেছে মানুষের হাতের মুঠোয়। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে স্বাভাবিক ভাবেই উঠতি বয়সি তরুণ তরুণীরা পাড়ি জমায় ইন্টারনেট দুনিয়ায়। কিন্তু, তার কতটুকু সফল ব্যবহার করতে পারছি আমরা? অনেক তরুণ তরুণী ইন্টারনেটের সঠিক ব্যবহারের সাথে খাপ খাওয়াতে না পেরে ধাবিত হচ্ছে কঠিন বাস্তবতায়। তরুণ প্রজন্মের জন্য হুমকির স্বরূপ বেশ কিছু মোবাইল অ্যাপ উঠতি বয়সের কিশোর-কিশোরীদের এক ধরনের বিপদের দিকে ঠেলে দিচ্ছে। সম্প্রতি টিকটিক, লাইকির অপব্যবহারের কথা আমরা সবাই জানি। আমরা কি পারতাম না এই অ্যাপের অপব্যবহার না করে তার যথাযথ ব্যবহার করতে তা সৃষ্টিশীল কাজে ব্যবহার করতে। যে প্রযুক্তির উদ্ভব ঘটেছে জীবন মান উন্নয়নে তার এমন অপব্যবহার নিঃসন্দেহে দুঃখজনক। তাই শিশু কিশোরদের এর ভালো দিক গুলো তুলে ধরতে হবে, তাদের ধাবিত করতে হবে সৃষ্টিশীল কাজে। যার থেকে তারা নিজের তথা দেশের উন্নয়নে অবদান রাখতে পারে এবং তথ্য প্রযুক্তিকে অভিশাপ না করে আশীর্বাদের পরিণত করে।
মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া
ব্যবস্থাপনা বিভাগ
ফেনী সরকারি কলেজ।