ঢাকা থেকে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে অপহরণ করে চট্টগ্রামে আত্মগোপন করেও রক্ষা পায়নি দুই অপহরণকারী, ঠিকই ধরা পড়েছে র্যাবের পাতা ফাঁদে। উদ্ধার করা হয়েছে অপহৃত সেই কিশোরীকেও। গত সোমবার সন্ধ্যা ৬টায় নগরীর ইপিজেড থানাধীন বাহাদুর কলোনিতে অভিযান চালিয়ে এ দুই অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃত ওই কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলা জেলার লালমোহন থানার কচুয়াখালীর মো. নান্নু মিয়ার ছেলে মো. নাঈম (২০) ও একই জেলার কবিরহাট থানার দক্ষিণ সাধুল্যপুর এলাকার আবুল হোসেনের ছেলে মো. হৃদয় (৩০)। গতকাল মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। র্যাব জানায়, গত ৪ মে বিকেলে রাজধানীর কদমতলী এলাকার শ্যামপুর এলাকার বাসা থেকে কোচিং সেন্টারে গিয়ে আর বাসায় ফিরেনি ভিকটিম। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর ভিকটিমের পিতা জানতে পারেন তার মেয়েকে জোর করে বখাটেরা সিএনজি টেক্সিযোগে তুলে নিয়ে গেছে। তিনি র্যাব–৭ এর কাছে অভিযোগ করেন। অভিযোগ তদন্তে নেমে তথ্য প্রযুক্তির ব্যবহারে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বাহাদুর কলোনিতে অভিযান চালানো হয়। অপহৃত কিশোরীকে উদ্ধারের পাশাপাশি অপহরণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। অপহৃত কিশোরী ও গ্রেপ্তার দুই অপহরণকারীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানালেন র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।