ঢাকার হাজারীবাগে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন তিনজন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। খবর বিডিনিউজের।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, রাত সোয়া ১২টার দিকে মেট্রো এক্সপ্রেস নামের কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে একজন মারা গেছে। দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠান হয়েছে। কী থেকে বিস্ফোরণ ঘটল- জানতে চাইলে এরশাদ বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার কারণ জানা যাবে।












