প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রামের উদ্যোগে এক আলোচনা সভা গত ৯ মে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ লিপটনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রিজোয়ান রাজন, পূর্ণিমা দাশ বেবি, জাফর ইকবাল, প্রণব রঞ্জন চক্রবর্তী, অরুণ দাশ, মো. মেজবাহ উদ্দীন চৌধুরী, আনোয়ারা আলম, রোকন উদ্দিন আহমেদ, সামিয়াল রাইদাদ অর্ণব, বিজয় বড়ুয়া, রেজাউল করিম, ইমন, রিমন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ড. ওয়াজেদ মিয়া তার কর্মজীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। এই মহান ব্যক্তির আদর্শ ও সৎ কর্ম আমরা যদি বুকে লালন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করি তাহলে দেশ অনেকদূর এগিয়ে যাবে।
ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল : জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণ বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার বিকাল ৫টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা বলেন, ড. ওয়াজেদ মিয়া ছিলেন দেশের একজন কৃতিসন্তান। তিনি নিজে যেমন আলোকিত মানুষ ছিলেন তেমনি দেশকে আলোকিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী হওয়া সত্ত্বেও ক্ষমতার লোভ তাঁকে কখনও স্পর্শ করেনি। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য হাসিনা জাফর। বিশেষ অতিথি ছিলেন ৪১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মাইনুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, ফাতেমা ডলি, মো. হাছান মুরাদ।
১৩নং পাহাড়তলী ওয়ার্ডে দোয়া মাহফিল : ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরীর উদ্যোগে সম্প্রতি নগরীর ওয়ারলেস মোড় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সম্পাদক আবুল হাসেম শাহ, হয়দার আলী, সালাম জাগিরদার, আব্দুল আওয়াল, জামিল দেওয়ান, আব্দুল মালেক, ওমর ফারুক, মো. মানিক, জাবেদ খান, মো. ইছাক, নাসির, মাহাতাব উদ্দিন, জিয়াউর রহমান জুয়েল, জজ মিয়া, কাজী মো. কায়ছার, আরিফ নুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।