ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিন

| বৃহস্পতিবার , ২৯ জুলাই, ২০২১ at ৬:০৪ পূর্বাহ্ণ

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির সাথে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারির ১ তারিখ থেকে ২৫ জুলাই পর্যন্ত পুরো দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৭৯ জন। ডেঙ্গু রোগে আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি, এমনকি কয়েকজন শিশু মৃত্যুবরণও করেছে। ডেঙ্গুর প্রকোপ রাজধানী ঢাকাতেই বেশি, তবে অন্য জায়গাগুলোকে ডেঙ্গু ঝুঁকিমুক্তও বলা যাবে না। তাই সকলকে সচেতন থাকবে হবে। বাসাবাড়িসহ বিভিন্ন স্থাপনা ও যেখনে লার্ভা জন্মানোর সম্ভাবনা রয়েছে সেখানে এডিসের লার্ভা পাওয়া না যায় মত ব্যবস্থা নিতে হবে ও মশার ওষুধ ছিটাতে হবে।
শিশুদের যত্নে তাদের শরীর ঢেকে রাখতে হবে ও তাদেরকে মশারির ভেতরে রাখতে হবে। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে করোনা চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসার যথাযথ ব্যবস্থা রাখতে হবে। জ্বর হলে করোনার সাথে ডেঙ্গু পরীক্ষাও করতে হবে। সর্বোপরি সরকার ও স্বাস্থ্যসেবা সম্পর্কিত কর্তৃপক্ষসহ সকল নাগরিককে ডেঙ্গু রোধে ব্যবস্থা নিয়ে সচেতনতার সাথে থাকতে হবে।

এম. নাজমুল হক চৌধুরী
শিক্ষার্থী, নর্থ সাউথ ইউনিভার্সিটি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
পরবর্তী নিবন্ধআমি, প্রকৃতি ও প্রেম