গত মঙ্গলবার শেষ হয়েছে চট্টগ্রামের প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। এখন চলছে প্রথম বিভাগ ফুটবল লিগ। চট্টগ্রামের ফুটবলের এই দুই বড় আসর শেষে আগামী ডিসেম্বর মাসে আরো বড় টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ১৮ ডিসেম্বর। এম এ আজিজ স্টেডিয়ামেই হবে টুর্নামেন্টের খেলাগুলো। এই টুর্নামেন্টে চট্টগ্রামের ক্লাব গুলো অংশ গ্রহন করবে। টুর্নামেন্টে থাকবে বড় প্রাইজমানি। এবারের প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের চ্যাম্পিয়ন দল চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন, রানার্স আপ চট্টগ্রাম সিটি করর্পোরেশন একাদশ, তৃতীয় স্থান অধিকারী কোয়ালিটি স্পোর্টস ক্লাব, ৪র্থ স্থান অর্জনকারী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি, পঞ্চম স্থান অধিকারী মাদারবাড়ী উদয়ন সংঘ এবং ষষ্ট স্থান অধিকারী চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এই ৬টি দল নিয়ে উক্ত টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশগ্রহনকারী প্রতিটি দলকে অংশগ্রহন ফি বাবদ এক লক্ষ টাকা করে ছয় লক্ষ টাকা প্রদান করা হবে। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ প্রদান করা হবে দুই লক্ষ টাকা। রানার আপ দলকে ট্রফিসহ নগদ প্রদান করা হবে এক লক্ষ টাকা। সেমিফাইনালের পরাজিত ২টি দলকে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে। এবারের প্রিমিয়ার লিগে কোন বিদেশী খেলোয়াড় খেলানোর সুযোগ দেওয়া না হলেও এই টুর্ণামেন্টে বিদেশী খেলোয়াড় খেলানোর সুযোগ থাকবে। প্রতিটি দল প্রতি খেলায় তিন জন বিদেশী খেলোয়াড় অংশগ্রহন করাতে পারবে। প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহনকারী সকল দলের তালিকাভুক্ত খেলোয়াড়রা নিজ দলের পক্ষে অংশগ্রহনে বাধ্য থাকবে। প্রিমিয়ার লিগের অন্যান্য খেলোয়াড় এবং বাংলাদেশের নাগরিক যে কোন ফুটবলার মুক্ত খেলোয়াড় হিসেবে নিজ পছন্দনীয় দলের পক্ষে খেলতে পারবে।
চট্টগ্রামের ফুটবলের জৌলুস অনেকটাই হারিয়ে গেছে। তাই জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ফুটবল এসোসিয়েশন চাইছে ফুটবলে প্রাণ ফেরাতে। সে লক্ষ্যে এই টুর্নামেন্ট বলে জানিয়েছেন আয়োজকরা।