ডিম ব্যবসা পরিচালনার জন্য নীতিমালা প্রণয়ণের দাবি জানিয়েছেন চট্টগ্রাম ডিম ব্যবসায়ী সমিতির নেতারা। গতকাল সকালে নগরীর পাহাড়তলী ডিম ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল শুক্কুর।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ডিমের দাম বাড়ার কারণে বর্তমানে বেচাবিক্রি কমে গেছে। এ কারণে উল্টো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। অথচ বিনা কারণে ডিমের এই মূল্য বৃদ্ধিতে আমরা নানাভাবে হয়রানি ও নাজেহালের শিকার হচ্ছি। ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা টাঙানোর পরেও আমাদের প্রশাসন জরিমানা করছে। বর্তমানে আমাদের গাড়ি ভাড়া, লেবার খরচ, ট্রে ভাড়া এবং ডিমের ভাঙা গলা ও ঘাটতি নিয়ে ডিম প্রতি ৩০ পয়সা খরচ হয়। আমাদের ডিমের ক্রয় মূল্যের সাথে এই ৩০ পয়সা যোগ করে কত টাকা বা কত শতাংশ মার্জিন রেখে আমরা ডিম বিক্রয় করবো, তা যদি প্রাণী সম্পদ মন্ত্রণালয় নির্ধারণ করে দেয় তাহলে আমাদের ব্যবসা পরিচালনা করতে সুবিধা হয়। এছাড়া ডিমের ব্যবসা পরিচালনার জন্য আমরা একটি নীতিমালা চাই।