চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি ও সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল জুমার পর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে আলোচনায় অংশগ্রহণ করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য হারুন ইউসুফ, এ এস এম জাফর, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ–পরিচালক (প্রশাসক) মো. মোশাররফ হোসাইন, উপ–পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, হাসপাতালের আই.সি.ইউ ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. মাহাদি হাসান রসেল প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রিয়াজ মাহমুদ।
দোয়া মাহফিলে প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিমের কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করা হয়। সভায় বক্তারা বলেন, প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিম ছিলেন একজন কিংবদন্তি চিকিৎসক। বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের একজন উজ্জল নক্ষত্র। তিনি ছিলেন একজন আলোকিত মানুষ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের স্বপ্নদ্রষ্ঠা ও প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি। আমৃত্যু তিনি এই হাসপাতালের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করে গেছেন। তার প্রতিষ্ঠিত মা ও শিশু হাসপাতাল আজ বিশাল মহিরূহ হিসাবে চট্টগ্রামের বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এ হাসপাতাল যতদিন থাকবে চট্টগ্রামের মানুষ কৃতজ্ঞতার সাথে তাকে স্মরণ করবে। প্রেস বিজ্ঞপ্তি।