ডা. আলমগীর চৌধুরী ভারতে ইএনটি কনফারেন্সে বিশেষ সম্মাননায় ভূষিত

| শনিবার , ১৩ জুলাই, ২০২৪ at ৫:৪৪ পূর্বাহ্ণ

ভারতে আন্তর্জাতিক ইএনটি কনফারেন্সে বিশেষ সম্মাননায় ভূষিত হলেন ঢাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি’র বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী। গত ৮ জুলাই ভারতের কাশ্মীরে অনুষ্ঠিত ইএনটি কনফারেন্সে এ বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে শ্রীনগর মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. ইফাদ হাসান, অধ্যাপক ডা. আলমগীর চৌধুরীর হাতে বিশেষ সম্মাননা পদক তুলে দেন।

কনফারেন্সে ভারতের বিভিন্ন রাজ্যের ও বিদেশের স্বনামখ্যাত সার্জনগণ অংশগ্রহণ করেন। কনফারেন্সে তিন শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। কনফারেন্সে লাইভ সার্জারি, লেকচার, প্যানেল ডিসকাশন, পোস্টার ও পেপার প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। কনফারেন্স উদ্বোধন করেন কাশ্মীরের স্বাস্থ্য সচিব ডা. সৈয়দ আব্দুর রশীদ শাহ।

সভাপতিত্ব করেন শ্রীনগর মেডিকেল কলেজের প্রধান অধ্যাপক মনজুর আহমেদ লাটু। বক্তব্য দেন, অধ্যাপক শওকত আহমেদ টাক, অধ্যাপক আব্দুল লতিফ চিশতী, অধ্যাপক অলক ঠাকুর, ডা. বিনোধ ফেলিক্স, ডা. মনিশ গ্রোভার, সহযোগী অধ্যাপক হারিস মনজুর কাদরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাটের এইট মার্ডার মামলা পুনঃতদন্তের দাবি
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের প্রথম সভা