আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য মা ও শিশু হাসপাতাল নির্বাচনে ডা. আঞ্জুমান আরা ইসলাম- ডা. আরিফুল আমীন পরিষদের সাথে চবি ২৪তম ব্যাচের মতবিনিময় সভা গতকাল শনিবার নগরীর একটি রেস্টুরেন্টে সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ডা. আঞ্জুমান-আরা ইসলাম ও ডা. মো. আরিফুল আমীন পরিষদের জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী ডা. মো. আরিফুল আমীন, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ডা. এম মাহফুজুর রহমান, ট্রেজারার পদপ্রার্থী মো. আনোয়ারুল ইসলাম, স্পোর্টাস অ্যান্ড কালচারাল পদপ্রার্থী মো. জাহিদুল হাসান, মেম্বার পদপার্থী এয়াসিন চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, গোলাম বাকী মাসুদ, মোহাম্মদ রাশেদুল আমিন, ছৈয়দ ছগির আহমেদ, মো. নজরুল করিম চৌধুরী প্রমূখ। এসময় বক্তারা বলেন, ডা. আঞ্জুমান আরা ইসলাম গত ৪০ বছর যাবত শিশু হাসপাতাল উন্নয়নে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন। এবারের নির্বাচনে ডা. আঞ্জুমান-আরিফুল আমীন পরিষদ এক ঝাঁক সৎ অভিজ্ঞ, সাহসী, করোনা ফ্রন্টলাইনার নবীন ও প্রবীণদের নিয়ে গঠিত হয়েছে। চবি ২৪তম ব্যাচের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাচের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট বজলুর রশিদ মিন্টু, রেজাউল করিম বুলবুল, তসলিম চৌধুরী কাজল, হুমায়ুন চৌধুরী, ইয়াকুব নবী প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।












