দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে বিসিক

প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ২৪ অক্টোবর, ২০২১ at ৯:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে প্রথমবারের মতো বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে ৫ দিনব্যাপী নারী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। গত রোববার আগ্রাবাদ বিসিক সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদানের মাধ্যমে এ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ তুলে দেন বিসিক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আহমেদ জামাল নাসের চৌধুরী। অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন নাহিম আক্তার, মাহবুব আরা, ফেরদৌসী আক্তার, নারগিছ আক্তার ও খুরশীদ মহল। অনুষ্ঠানে জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক তানিজা জাহানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সে ৪০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তারা সরেজমিনে বিসিক শিল্পনগরী ষোলশহর পরিদর্শন করেন। অনুষ্ঠানে আহমেদ জামাল নাসের চৌধুরী বলেন, শিল্পায়নে বিসিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ বাড়ানো না গেলে ভিশন-২০৪১ অর্জন সম্ভব নয়। এরই প্রেক্ষিতে শুধুমাত্র নারীদের জন্য বিসিক শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. আঞ্জুমান আরা-আরিফুল পরিষদের সাথে চবি ২৪তম ব্যাচের মতবিনিময়
পরবর্তী নিবন্ধশিক্ষা উপমন্ত্রীর সাথে তাহের-আজাদ পরিষদের সৌজন্য সাক্ষাৎ