ট্রেনিং স্কুলে অনুশীলনে মিসফায়ারে ৩ কনস্টেবল আহত

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৪:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বার্ষিক ভারী অস্ত্রের মহড়ায় কনস্টেবল পদমর্যাদার ফায়ারিং অনুশীলনের সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সিএমপির ওই তিন সদস্য আহত হন বলে জানান অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) স্পিনা রানী প্রামাণিক। গুলিবিদ্ধ তিন কনস্টেবল হলেন সুমন কান্তি দে, অভি বড়ুয়া ও মিনু আরা। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

স্পিনা রানী প্রামাণিক বলেন, পুলিশ বিভাগের নিয়ম অনুযায়ী বেতবুনিয়ায় সিএমপির সদস্যদের নিয়ে অ্যানুয়েল ফায়ারিং ট্রেনিং শুরু হয়েছে। আজ (মঙ্গলবার) সেশন শুরুর পর সকালের মহড়ায় নার্গিস আক্তার নামে একজন কনস্টেবল ফায়ারিংয়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একেবারে তাৎক্ষণিক হওয়ায় বিষয়টি শুরুতে কেউ বুঝতে পারেননি। তিনি মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় মিসফায়ারে তিনজন আহত হয়েছেন।

নগরীর পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান আজাদীকে বলেন, তিনজন কনস্টেবল মহড়ার সময় মিসফায়ারের শিকার হয়েছেন। তারা হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। গুলিবিদ্ধ কনস্টেবল অভি বড়ুয়া ও সুমন কান্তি দে নগরীর বাকলিয়া থানায় এবং মিনু আরা আকবর শাহ থানায় কর্মরত আছেন। সুমনের বাম পা ও হাঁটুতে, অভির বাম বাহু ও অণ্ডকোষে এবং মিনু বাম বাহুতে গুলিবিদ্ধ হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধএখন পে স্কেল দেওয়ার পরিকল্পনা নেই : অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাদ পড়ল কল্পলোক, বাকলিয়া