ট্রাক-জিপগাড়ির সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ২

হাটহাজারী-নাজিরহাট মহাসড়ক

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৭ জানুয়ারি, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. সাজিম (১৮) নামে জিপগাড়ির এক সহকারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় চালক মো. লোকমান (২৮) ও আরেক সহকারী মো. তারেক (১৭) গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার সকালে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মিরেরহাট সংলগ্ন বড়ুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজিম মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মনার বাড়ির আবদুল মান্নানের পুত্র।
স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে হাটহাজারীগামী একটি ইটবোঝাই জিপগাড়ি মিরেরহাট সংলগ্ন বড়ুয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে জিপগাড়ির সামনের চাকা খুলে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় গাড়ির চালক ও সহকারীসহ তিন জন আহত হয়। উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাজিমকে মৃত বলে ঘোষণা দেন। আহত চালক ও এ অপর সহকারীর আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
আহত চালক লোকমান মির্জাপুর ইউনিয়নের কালাবাদশা পাড়ার পন্ডিত বাড়ির এজাহার মিয়ার পুত্র ও সহকারী মো. তারেক একই ইউনিয়নের মনার বাড়ির নুর মিয়ার পুত্র। রাউজান হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িটি আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৪ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধসড়কের পাশে পড়ে ছিলেন অচেতন ব্যবসায়ী, পরে মৃত্যু