টোকাইদের ঘৃণা নয়, ভালোবাসতে শিখুন

| বুধবার , ২৬ জানুয়ারি, ২০২২ at ৭:৪৮ পূর্বাহ্ণ

পৃথিবীতে যত প্রকার সৃষ্টি রয়েছে, তাঁর মধ্য মানুষ অন্যতম সৃষ্টি। দৈনন্দিন জীবনে চলার পথে অনেক কিছুর সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। ফুটপাথে কিংবা রেলস্টেশনে কত অসহায় মানুষ দুর্বিসহ জীবন যাপন করছে। কারও মাবাবা নেই, কারও ছেলে সন্তান নেই, কারও ঘরবাড়ি কিছুই নেই, আবার অনেকের বাড়িঘর নদী ভাঙনে সব বিলীন হয়ে যায়। একমাত্র তাদের আশ্রয়স্থল এসব স্থানে। তারাও আমাদের মত মানুষ, কিন্তু; ব্যবধান জীবন পরিচালনার ক্ষেত্রে। একটা চিরন্তন সত্য কথা হলযে, ‘মানুষ সুখে থাকলে; দুঃখের নদীতে কেউ পা ফেলতে চায় না’। এ ধরনের লোক প্রায়ই আমাদের কাছে টাকা, পয়সা কিংবা খাবার খুঁজে থাকে। যারা নিজেদের সর্বোচ্চ সকল কিছু দিয়ে এসব লোকদের পাশে দাঁড়ায়, লক্ষ লক্ষ মানুষ এসব লোকদের ভিডিও দেখে অশ্রু ফেলে। কখনো এদের অবহেলা করতে পারে না। যাদের হৃদয়ে কলুষতা আছে তারাই এসব মানুষদের অবহেলা করে। সুতরাং আমাদের আশে পাশে এ ধরনের লোক থাকলে তাদেরকে নিজের পরিবারের সদস্যের মত সাহায্য, সহযোগিতা ভালোবাসা দিয়ে যদি একই আকাশের নিচে বসবাস করতে পারি, তাহলে পৃথিবীটা সত্যিই অনেক সুন্দর হয়ে যাবে। তাই, আমাদের সামর্থ্যবানদের উচিত, এসব টোকাই রাস্তার ফুটপাথের লোকদের ঘৃণা না করে ভালোবাসলে তারাও আর দুঃখের গ্লানি নিয়ে আফসোস করবে না।

মো. আব্দুল করিম গাজী,

শিক্ষার্থী

ইংরেজী বিভাগ, ফেনী সরকারি কলেজ

পূর্ববর্তী নিবন্ধজোস এমিলিও পাচেকো : কবি ও অনুবাদক
পরবর্তী নিবন্ধপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা যথাযথ সিদ্ধান্ত হতে পারে না