টেস্টের জন্য সময় না পাওয়াকে দুষলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৫ মার্চ, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

সিলেট টেস্টে নিশ্চিত লজ্জাজনক পরাজয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। আর তাই গতকাল তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কঠিন সব প্রশ্ন সামলাতে হয়েছে মেহেদী হাসান মিরাজকে। এমন বাজে খেলার পর সেটি কঠিন ছিল তার জন্য। কিন্তু বাংলাদেশের যে ব্যাটিং তার ব্যাখ্যা খুঁজে পেলেন না মিরাজ। ৫১১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৭ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এর মধ্যে নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের শট নিয়ে উঠেছে অনেক প্রশ্নও। দিনশেষে এসব আউটের ব্যাখ্যা চাইলে দলের প্রতিনিধি হয়ে আসা মিরাজ জানিয়েছেন কেবল হতাশার কথা। তিনি বলেন এটার ব্যাখ্যা যে খেলোয়াড় খেলে ব্যক্তিগতভাবে সেই আসলে বলতে পারবে তার পরিস্থিতি কী চলছে। ওই মুহুর্তে কী চিন্তা করছে। শেষের দিকে অবশ্যই এটা কঠিন। আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। যেহেতু আমরা পেশাদার খেলোয়াড়। ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের যে আউটগুলো হয়েছে তা অবশ্যই হতাশাজনক। তারপরও আমরা চেষ্টা করব। মোমিনুল ভাই আছে, আমি আছিআমরা যদি একটু রান করতে পারি আমাদের জন্য ভালো হবে। অবশ্য সবাই হতাশায় ছিল। এরকম আউট হলে সবারইতো খারাপ লাগে। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও বাংলাদেশের ক্রিকেটারদের খাপছাড়া ভাব। ১৮ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলে বাংলাদেশ। এর তিন দিন পর নামে প্রথম টেস্টে। মাঝের এই অল্প বিরতিকে অন্যতম কারণ হিসেবে বলছেন মিরাজ। তিনি বলেন টেস্ট ক্রিকেটকে ক্রিকেটাররা কম গুরুত্ব দেয় এমন না। প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে টেস্ট খেলার জন্য। সত্যিকার অর্থে আমরা প্রস্তুতি বেশি নিতে পারিনি। কারণ টিটোয়েন্টি ছিল, ওয়ানডে ছিল। তারপর দু’দিনের গ্যাপেই আমাদের টেস্ট খেলতে হয়েছে। হয়ত এটা একটা কারণ হতে পারে আমাদের জন্য।

পূর্ববর্তী নিবন্ধএন্দ্রিকের গোলে প্রীতি ম্যাচে রোমাঞ্চকর জয় ব্রাজিলের
পরবর্তী নিবন্ধব্যাটিং ব্যর্থতায় সিরিজ হার নারীদের