ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হার নারীদের

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৫ মার্চ, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়া নারী দলের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা দুই ম্যাচে হেরে তিন মাচ সিরিজটি ২০ তে হেরে গেল স্বাগতিক নারীরা। প্রথম দুই ম্যাচে কোন ধরনের প্রতিদ্বন্দ্বীতাই গড়ে তুলতে পারেনি স্বাগতিকরা। আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের ম্যাচে গতকাল রোববার বাংলাদেশকে ৬ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজের প্রথম দুটিতেই তারা জিতে নিল সিরিজ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট যথারীতি ছিল মন্থর ও অসম বাউন্সের। বল টার্নও করেছে অনেকে। বাংলাদেশ অধিনায়ক নিগার যদিও বললেন, উইকেট বেশ ভালো। অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলিও বললেন, আগের ম্যাচের চেয়ে উইকেট ভালো। কিন্তু ব্যাটিংয়ে সেটির প্রমাণ পাওয়া গেল না। আগের ম্যাচের চেয়ে অবশ্য কিছুটা উন্নতি করল বাংলাদেশ। তবে সেই উন্নতি কেবল দুই রানের। সেদিন ৯৫ রানে গুটিয়ে যাওয়া দল এবার ৪৪.১ ওভার খেলে করতে পারল ৯৭। নয় নাম্বারে নামা নাহিদা আক্তারের ২২ রান দলের সর্বোচ্চ। দুই অঙ্ক ছুঁতে পারেন আর কেবল দুজন ব্যাটার। কোনো জুটিতে রান আসেনি ২৫ রানের বেশি। টপ অর্ডারের মূল ভরসা যিনি সেই ফারজানা হক ৫২ বল খেলে করেন কেবল ৭ রান।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ উইকেট আঁকড়ে রাখার চেষ্টা করে। কিন্তু সেটা কাজে আসেনি। প্রথম আট ওভারে উইকেট না পড়লেও রান আসে কেবল ১৭। নবম ওভারে সোবহানা আউট হন ২০ বলে ৩ রান করে। অভিজ্ঞ ফারজানার অবস্থা ছিল আরও নাজুক। ৫২ বলে তার রান কেবল ৭। এরপর একই ধারা চলতে থাকে। মুর্শিদা খাতুন ফিরেন ২৪ বলে ৫ করে। দলকে আরও বিপদে ঠেলে অধিনায়ক নিগার সুলতানা ফিরেন কেবল ১ রান করেই। ২৭ রানে ৪ উইকেট হারানোর পর কিছুটা ইতিবাচক ব্যাটিংয়ের চেষ্টা করেন রিতু মনি ও ফাহিমা খাতুন। ব্যাট থেকে প্রথম বাউন্ডারি আসে ২০তম ওভারে। ক্রিজ ছেড়ে বেরিয়ে মলিনিউকে উড়িয়ে মারেন ফাহিমা। পরে অ্যালানা কিংকে সুইপ করে চার মারেন রিতু মনি। তবে এই জুটিও লম্বা হয়নি। মলিনিউকে সুইপ খেলেই ক্যাচ দেন রিতু (১০)। কিংয়ের বলে স্লগ করতে গিয়ে ধরা পড়েন ফাহিমা (১১)। এই জুটির ২৫ রানই তবু দলের সেরা। স্বর্ণা আক্তার ১৬ বল খেলে প্রথম রানের দেখা পেয়ে বিদায় নেন ২ রান করে। প্রতিরোধ যা একটু গড়তে পারেন নাহিদা। ৭৭ রানে ৯ উইকেট হারানো দলকে একশর কাছে নিয়ে যান তিনি। শেষ ব্যাটার মারুফা আক্তারের ব্যাট থেকে আসে দুটি বাউন্ডারি। শেষ জুটিতে আসে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান। নাহিদার বিদায়েই ৯৭ রানে শেষ হয় ইনিংস। টানা দুই ম্যাচে একশ ছুঁতে ব্যর্থ হয় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার রান তাড়ার শুরুটা ছিল বাংলাদেশের উল্টো। তারা চেষ্টা করেছে ইতিবাচক থেকে রান তুলতে। ওপেনার ফিবি লিচফিল্ড যদিও রান আউট হয়ে যান ৫ রান করে। তবে অধিনায়ক অ্যালিসা হিলি কিছু শট খেলে রান বাড়ান। রাবেয়া খানের লেগ স্পিন উড়িয়ে মারতে গিয়ে তিনি আউট হন ১৫ রানে। মারুফা আক্তারকে সহজ ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া বেথ মুনি ফিরেন মাত্র ৮ রানে। তবে লক্ষ্য ছোট ছিল বলেই চাপে পড়তে হয়নি অস্ট্রেলিয়াকে। অ্যালিস পেরি একপ্রান্ত থেকে ভরসা জুগিয়ে এগিয়ে নেন দলকে। এ আগে নিগারের দুর্দান্ত সরাসরি থ্রোয়ে তাহলিয়া ম্যাকগ্রা থামেন ১০ রানে। তবে অ্যাশলি গার্ডনার নেমে দ্রুত রান তুলে ম্যাচ শেষ করে দেন পেরির সঙ্গে। ৫০ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ পেরি আর ২৩ বলে ২০ রানে অপরাজিত ছিলেণ গার্ডনার। সিরিজের শেষ ম্যাচ আগামী বুধবার অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধটেস্টের জন্য সময় না পাওয়াকে দুষলেন মিরাজ
পরবর্তী নিবন্ধ‘আল্লাহ সব দিয়েছেন, কিছুই বাকি নেই’