ইয়াবার পথ ধরে এবার মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকছে নতুন ধরনের মাদকদ্রব্য ‘ক্রিস্টাল মেথ’ বা ‘আইস’। গত বুধবার বিকেলে কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্ত থেকে তিন কোটি টাকা মূল্যের দুই কেজি ‘আইস’ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় জড়িত মো. আবদুল্লাহ (৩১) নামের এক যুবককে আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছেন তার ভাই আবদুর রহমান। তারা দুই ভাই হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা গতকাল বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিংয়ে জানান, বেশ কিছুদিন যাবৎ মিয়ানমার থেকে শক্তিশালী মাদক আইস বা ‘ক্রিস্টাল মেথ’ এর চালান বাংলাদেশে পাচার হয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য স্থানে গোপনে নজর রাখা হচ্ছিল। বুধবার দুপুরে জাদিমোরা এলাকায় দুই সহোদরের বাড়িতে আইসের চালান মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দুই কেজি আইস উদ্ধার করা হয়। আটক করা হয় আব্দুল্লাহকে। এসময় তার সহোদর আব্দুর রহমান পালিয়ে যায়। পরে মাদকের চালান ল্যাবরেটরিতে পাঠিয়ে নিশ্চিত হওয়া যায় উদ্ধার মাদক শক্তিশালী আইস। যা ভয়ংকর মাদক ইয়াবার চেয়ে বহুগুণ শক্তিশালী বলে জানান তিনি। জানা গেছে, ইতিমধ্যে দেশে উদ্ধার হওয়া আইসের সবচেয়ে বড় চালান এটি। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা। এ ঘটনায় ধৃত যুবককে টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।