টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ প্রধান আইয়াছ আটক

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৭:১১ অপরাহ্ণ

টেকনাফের জাদিমুড়া শালবাগান ক্যাম্প থেকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ প্রধান ওসমান গনী ওরফে আইয়াসকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।
কক্সবাজার ১৬ এপিবিএন-এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের ব্লক-এ/৫ থেকে আজ মঙ্গলবার (৬ জুলাই) ভোররাত একটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসপি তারিকুল ইসলাম তারিক বলেন, “মঙ্গলবার ভোরে শালবাগান এপিবিএন ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওসমান গনি প্রকাশ আইয়াছকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। আইয়াছ রোহিঙ্গা ক্যাম্প এলাকার ত্রাস আইয়াছ বাহিনীর প্রধান। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।”
আইয়াছের বিরুদ্ধে টেকনাফ থানায় খুন, ডাকাতি, অবৈধ অস্ত্র, অপহরণসহ সাত/আটটি মামলা রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধবৃহস্পতিবার থেকে ব্যাংকে লেনদেন আড়াইটা পর্যন্ত
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে স্ত্রীকে কুপিয়ে দা সহ স্বামীর আত্মসমর্পণ