কক্সবাজারের টেকনাফ উপজেলা মোছনী ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও আরো দুইজন নিখোঁজ রয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে শতাধিক বসতি। গতকাল রাত ১১ টার দিকে ক্যাম্পের জি–২ ব্লক থেকে আগুনের সূত্রপাত হয়। ক্যাম্প–২৬ এর সহকারী ক্যাম্প ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) মোস্তাক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। রোহিঙ্গাদের দেয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, রাতে হঠাৎ বাজারের পাশে আগুনের সূত্রপাত হয়ে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও রোহিঙ্গা বাসিন্দাদের প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে এক ঘুমন্ত শিশুর মৃত্যু হয়েছে এবং পুড়ে গেছে শতাধিক বসতি। নিহত শিশুর পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করা যায়নি। এছাড়া আরো দুইজনের নিখোঁজের তথ্য এসেছে।
এর আগে গত ২৪ ডিসেম্বর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন পুড়ে যায় ছয়শতাধিক ঘর। এতে শিশুসহ নিহত হয় দুইজন।