টেকনাফে মানবপাচার, অপহরণ মামলার আরো ১০ আসামি গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযান

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ নভেম্বর, ২০২২ at ৫:১৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মানবপাচার, অপহরণসহ বিভিন্ন মামলার আরো ১০ জন আসামিকে গ্রেফতার করেছে।

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, “আজ বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ সদস্যের কয়েকটি টিম। এতে মানবপাচার, অপহরণ মামলার ১০ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে অভিযানকারী টিম।”

গ্রেফতারকৃতরা হচ্ছে মো. সাইমুন (১৯), সোনা মিয়া (৩২), আব্দুল্লাহ (২২), রিনা আক্তার (২৫), শাহ আলম (৩২), জাবেদ (২০), শমসুল আলম (৪৯), আব্দুল লতিফ (২৮), এনায়েত উল্লাহ (২৫) ও মো. ইলিয়াছ।

এছাড়া গতকাল বুধবার (২ নভেম্বর) বিভিন্ন মামলার ২২ জন পলাতক আসামিকে গ্রেফতার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে কুকুর লেলিয়ে ছাত্র হত্যা : হাইকোর্টে ৩ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস দুই
পরবর্তী নিবন্ধপদযাত্রায় ইমরান খানকে গুলি