কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় র্যাব-১৫ এর অভিযানে ১৫ ক্যান বিদেশী বিয়ারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে র্যাব-১৫ এর আভিযানিক দল টেকনাফ হোয়াইক্যং বিজিবি চেকপোস্টের দক্ষিণে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশের পাহাড়ি ঢাল এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে বস্তাসহ পলানোর চেষ্টাকালে আব্দুল মান্নান (৩৩) কে গ্রেপ্তার করা হয়।
ধৃত ব্যক্তির হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে সর্বমোট ১৫ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়। সে টেকনাফ হোয়াইক্যং ২নং ওয়ার্ড মাঝেরপাড়ার মো. জাফর আলম সওদাগরের ছেলে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান কক্সবাজারস্হ র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।