টেকনাফে বিদেশি পিস্তল-গুলি ও ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

টেকনাফ চাকমারকুল ২১ নং ক্যাম্প থেকে বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪ হাজার ইয়াবাসহ দুজন রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। গতকাল সোমবার ভোররাতে ক্যাম্পের বি/৩ ব্লকের উমর ইবনে খাত্তাব জামে মসজিদের উত্তর পার্শ্বে কাচা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, ক্যাম্পের বি/০৩ ব্লকে কয়েকজন রোহিঙ্গা অবৈধভাবে ইয়াবা ক্রয়-বিক্রয় করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর সময় পুলিশ তাদের আটক করে। এরা হলেন ২২ নং ক্যাম্পের রশিদ আহমেদের ছেলে আরকান (১৯) ও মৃত নুর আলমের ছেলে মহিবুল্লাহ (৩৭)। এ সময় তাদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেস্ট ড্রাইভের কথা বলে মোটরসাইকেল নিয়ে উধাও
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে একজন নিহত