টেকনাফ চাকমারকুল ২১ নং ক্যাম্প থেকে বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪ হাজার ইয়াবাসহ দুজন রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। গতকাল সোমবার ভোররাতে ক্যাম্পের বি/৩ ব্লকের উমর ইবনে খাত্তাব জামে মসজিদের উত্তর পার্শ্বে কাচা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, ক্যাম্পের বি/০৩ ব্লকে কয়েকজন রোহিঙ্গা অবৈধভাবে ইয়াবা ক্রয়-বিক্রয় করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর সময় পুলিশ তাদের আটক করে। এরা হলেন ২২ নং ক্যাম্পের রশিদ আহমেদের ছেলে আরকান (১৯) ও মৃত নুর আলমের ছেলে মহিবুল্লাহ (৩৭)। এ সময় তাদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।











