টি-২০ ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের শিরোপা

| বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৭:৪২ পূর্বাহ্ণ

শহীদ শেখ আবু নাসের স্মৃতি জাতীয় টি২০ ব্লাইন্ড ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চট্টগ্রাম বিভাগ। গত মঙ্গলবার সকালে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকরা ৮ উইকেটে হারিয়েছে শহীদ তাজউদ্দিন ঢাকা বিভাগকে। ম্যাচে প্রথমে ব্যাট করে ঢাকা ৭ উইকেটে সংগ্রহ করে ১২৪ রান। জবাব দিতে নেমে চট্টগ্রাম ১১.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় মাত্র ২ উইকেট হারিয়ে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের উদ্যোগে ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) ব্যবস্থাপনায় গত ১০ মে শুরু হওয়া আসরে ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন মো. সালমান। রান তাড়ায় মাত্র ৩৮ বলে ৫৮ রান করার পাশাপাশি বল হাতে তিনি ফাইনালে ১ উইকেট লাভ করেন। টুর্নামেন্টে ২৯৮ রান ও ৪ উইকেট লাভ করে ম্যান অব দ্য টুর্নামেন্টের সাথে টুর্নামেন্ট সেরা ব্যাটারেরও পুরস্কারও লাভ করেন সালমান। আসরে ৬ উইকেট নিয়ে ঢাকার আরিফ পান সেরা বোলারের পুরস্কার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ক্রীড়া উপকমিটি চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সিএমপি উপপুলিশ কমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, টুর্নামেন্ট ভেন্যু চেয়ারম্যান এস এম জমির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী।

সঞ্চালনায় ছিলেন টুর্নামেন্টের সমন্বয়কারী মো. সাহাব উদ্দীন হাসান বাবু।এদিকে ৪র্থ টি২০ ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে সেরা সাফল্যের জন্য ৩০ জনের একটি দল বাছাই করেছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি)। বাছাইকৃত ১৫জনকে নিয়ে একটি জাতীয় দল ও অপর ১৫জনকে নিয়ে ‘এ’ দল গঠন করে টানা প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান বিবিসিসি সিনিয়র সহসভাপতি দিদারুল আলম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধসিএমপি আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধসিজেকেএস ক্রিকেট বাইল’জে বিভ্রান্তি ক্ষতির শিকার হয়ে মুক্তিযোদ্ধার চিঠি