টি-টোয়েন্টি সিরিজের ফয়সালা আজ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ৫:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ-জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজের ফয়সালা হবে আজ। তিন ম্যাচ সিরিজের দুটি ম্যাচ সম্পন্ন হয়ে গেছে। সিরিজের অবস্থা ১-১। প্রথম ম্যাচে বাংলাদেশ এবং দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে জিতেছে। এখন তৃতীয় এবং ফাইনাল ম্যাচ। ম্যাচটি বাংলাদেশের জন্য হতে পারত হোয়াইটওয়াশ করার অভিযান। অথচ সেটি হয়ে গেছে সিরিজ জয়ের চ্যালেঞ্জের ম্যাচ।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে হোঁচট খেয়ে বাংলাদেশ এখন অপেক্ষায় শেষ ম্যাচের। আজ রোববার বিকাল সাড়ে চারটায় এ ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। বাংলাদেশের টি-স্পোর্টস এবং জিটিভি এ খেলা দেখাবে। তৃতীয় ম্যাচের আগে গতকাল বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ফাইনাল ম্যাচে জয় পেতে চেষ্টার কমতি রাখবেন না তারা। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৮ উইকেটে জিতলেও পরেরটিতে শুক্রবার ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। ২৩ রানের জয়ে তারা সমতা ফেরায় সিরিজে। ফলে শেষ ম্যাচটিই পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। শেষ ম্যাচ জিতে সিরিজ জয় করতে পারবে দল, তেমন আশা মাহমুদউল্লাহর। তিনি বলেন, যেহেতু এটা শেষ ম্যাচ, এই ম্যাচটা আমরা ফাইনাল ম্যাচ হিসেবেই খেলব। সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ম্যাচ জয়ের চেষ্টা করব। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও তামিম ইকবালকে ছাড়াই এই সিরিজ খেলছে বাংলাদেশ। চোটের কারণে দ্বিতীয় ম্যাচে ছিলেন না অভিজ্ঞ লিটন দাস ও মোস্তাফিজুর রহমান।
তবে দলের গঠন ও বৈচিত্র্য নিয়ে সন্তুষ্ট অধিনায়ক মাহমুদউল্লাহ। বললেন, ব্যাটিং অর্ডার ও বোলিং, দুই দিকেই আমাদের ফ্লেঙিবিলিটি আছে। আমি মনে করি, আমাদের দল দারুণ ব্যালান্সড। আপনি যদি স্পিন বোলিং বিভাগ দেখেন, পেস বোলিং দেখেন, অলরাউন্ডারদের দেখেন, সব জায়গাগুলিই আমরা পূর্ণ করি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কোনো ভুল করতে চান না মাহমুদউল্লাহ। ভুল শুধরে শেষ ম্যাচে মাঠে নামতে মুখিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ নিয়ে তিনি বলেন, একটা ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। তার মানে এই নয় যে, আমরা খারাপ দল হয়ে গেছি। ওরা ভালো ক্রিকেট খেলেছে। আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। ফিল্ডিংয়ে আমাদের কিছু চান্স ছিল, সেগুলো আমরা নিতে পারিনি। এই মিসটেকগুলো টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক বড় হয়ে যায়। পরবর্তীকালে এই ভুলগুলো আর রিপিট না করি, সেটাই লক্ষ্য থাকবে। পাঁচ বছর আগে ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ হার মেনেছিল বাংলাদেশ। এরপর গত শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারলো। বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে পাঁচটি। বাংলাদেশ জিতেছে দুটিতে। জিম্বাবুয়ে সিরিজ জিততে না পারলেও ড্র করেছে তিনটিতে। এবারও সিরিজ হাতছাড়া করতে চাইছেন না মাহমুদউল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধকোরবানির ১২ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ