টমটমকে ধাক্কা দিয়ে বাইকারের মৃত্যু, আরেকজন আইসিইউতে

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ৯:৩৯ অপরাহ্ণ

ফটিকছড়ি উপজেলায় মোটরবাইকে করে সাজেদুল ফয়সাল(২৩) ও আকিব ইসলাম(২৪) নামে রাঙ্গুনিয়ার দুই তরুণ দাওয়াত খেতে গিয়েছিলেন। দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন তারা। তবে তাদের আর বাড়ি ফেরা হলো না। তার আগে মাঝপথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফয়সালের মৃত্যু হয় এবং অন্যজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

আজ বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া পথেরহাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত সাজেদুল ফয়সাল রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ৬নং ওয়ার্ড নটুয়ার টিলা এলাকার ওমান প্রবাসী আব্দুস সালামের ছেলে। আহত আকিব একই এলাকার মাওলানা মো. সেলিমের ছেলে।

প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি দ্রুতগামী মোটরসাইকেল (চট্টমেট্রো-ল ১৬-৯১২১) নিয়ন্ত্রণ হারিয়ে একটি টমটম গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল সহ দুই আরোহী সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে নোয়াপাড়ার কসমিক হসপিটালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মারা যান ফয়সাল। অন্যদিকে আহত আকিব চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ফয়সালের স্বজনরা জানান, তিন ভাইয়ের মধ্যে ফয়সাল সবার ছোট। তিনি এবার চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ অর্থনৈতিকভাবে খুব ভালো অবস্থানে রয়েছে
পরবর্তী নিবন্ধকক্সবাজার সদরে দুই কেন্দ্রের ফলাফল বাতিল