ঝুঁকিপূর্ণ রেললাইনে দোকানপাট বন্ধ করা হোক

| বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৮:৩৫ পূর্বাহ্ণ

একটি জীবন কেবল একজন মানুষের একক জীবন নয়! এর সাথে আরো অনেক মানুষের জীবন জড়িয়ে আছে। একটি জীবন বিচ্ছিন্ন হলে তখন অন্য জীবনেও যন্ত্রণা নেমে আসে। শীত শুরু হতে না হতেই রেললাইনের ওপর বসছে পুরোনো কাপড়ের মার্কেট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মার্কেটে ভিড় করছে শত শত নারী-পুরুষ। যার কারণে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় বহুবার দোকানপাট উচ্ছেদ করা হয়। কিন্তু অজানা কারণে কিছুদিন যেতে না যেতেই আবার তা পূর্বের অবস্থায় ফিরে আসে। এছাড়াও সারা বছর জুড়ে রেললাইনের দুই পাশে গড়ে তোলা খাবার হোটেল, লোহালক্কড় ও স্বর্ণালংকারের দোকান, কামারশালা, দর্জির দোকান, ট্রাঙ্ক-বালতি তৈরির কারখানায় বহু মানুষের সমাগম ঘটে। আবার অনেক রেললাইনের মাঝখানে ফলের দোকানও দিয়ে থাকে। যার কারণে ঝুঁকি লেগেই থাকে। মৌসুমি ব্যবসা হিসেবে রেললাইনের ওপর পুরোনো কাপড়ের দোকানের সঙ্গে যুক্ত রয়েছে বহু মানুষ, এখানে ক্রেতাসমাগমও ব্যাপক। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে এই ব্যবসার পরিধিও বাড়তে থাকে। বছরের পর বছর ধরে এ অবস্থা চলে আসছে রেলসংলগ্ন এলাকা গুলোতে। প্রতিদিন ঝুঁকি নিয়ে রেললাইন পার হচ্ছেন মানুষ। জেনে বুঝেই দুই মিনিট সময় বাঁচানোর নামে জীবন বাজি রাখছে অনেকে। সর্বোপরি এর সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। না হলে অচিরেই চলে যাবে হাজারো জীবন, হাজারো স্বপ্ন।

তারেক আল মুনতাছির
ওমরগণি এম.ই.এস কলেজ,
চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধশহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বি : প্রগতিমনস্ক, সংস্কৃতিবান ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধস্বাধীনতা, মানবতার জয়গান