বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব মাওলানা এম এ মতিন বলেছেন, তেলের দাম বৃদ্ধির ফলে সর্বক্ষেত্রে আজ অস্থিরতা, স্থবিরতা ও নৈরাজ্য বিরাজ করছে। সরকার রেন্টাল কুইক রেন্টালের নামে জ্বালানি খাতে লাখ লাখ কোটি টাকা ভর্তুকি দেওয়ায় এর দায় নিতে হচ্ছে জনগণকে। জ্বালানি খাতে লুটপাট ও অপচয় বন্ধ না করে তেলের দাম বাড়িয়ে দেওয়ায় এর মূল্য দিতে হচ্ছে দেশবাসীকে। এভাবে চললে আগামী দিনে আরও কঠিন মূল্য দিতে হবে জনগণকে। জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়ে সরকার একবিংশ শতাব্দিতে এসে তুঘলকি শাসন কায়েম করেছে। তিনি অবিলম্বে তেলের দাম কমিয়ে জনগণের দুর্ভোগ লাঘব করতে সরকারের প্রতি দাবি জানান। গতকাল বুধবার নগরীর চেরাগী পাহাড় চত্বরে তেলের দাম কমানোর দাবিতে বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এম এ মতিন এ কথা বলেন। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যুবসেনা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ হাবিবুল মোস্তফা সিদ্দিকী।
এম এ মতিন বলেন, বিপিসি সারপ্লাস ৪৩ হাজার কোটি টাকা মুনাফা হয়েছে। যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম ছিল তখন এই বিপিসি দাম কমায়নি। উচ্চ দামেই তারা জনগণের পকেট কাটছে। সরকার নিয়ন্ত্রিত পরিবহন মালিকদের বিভিন্ন সংগঠনের সাথে যোগসাজশে ২৭ শতাংশ গাড়ি ভাড়া বৃদ্ধি করে সাধারণ মানুষের সাথে সরকার প্রতারণা করছে। এ ধরনের অবিবেচক সিদ্ধান্তের ফলে কৃষক থেকে শুরু করে মধ্যবিত্ত নাগরিকরা পর্যন্ত ভোগান্তির শিকার হচ্ছে বেশি। প্রতিটি সেক্টরে তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা কঠিনতর হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।