জেগে উঠেছে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি

ইন্দোনেশিয়ায় আরেক দুর্যোগ

| সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

দুর্যোগ যেন পিছু ছাড়ছে না ইন্দোনেশিয়ার। সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পে বিপর্যয়ের মধ্যেই এবার দেশটিতে জেগে উঠেছে আগ্নেয়গিরি মাউন্ট সেমেরু। শুরু হয়েছে ধোঁয়া আর ছাই উদগীরণ। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে বের হয়ে আসা ছাই জাভা দ্বীপের আকাশে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার ১৭:২৪ মিনিটে মাউন্ট সেমেরুর জ্বালামুখ দিয়ে ধোঁয়া বের হওয়া শুরু হয়। তবে প্রশাসন থেকে শনিবার স্থানীয়দের জন্য নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার কোনও নির্দেশ জারি করা হয়নি বলে জানিয়েছে বিবিসি। বরং দেশটির ‘ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সি’ (এনডিএমএ) থেকে পাহাড়ের পাদদেশে থাকা গ্রামগুলোর বাসিন্দাদের আগ্নেয়গিরির অগ্ন্যৎপাতের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।
অনলাইনে ছড়িয়ে পড়া নানা ছবিতে ১২ হাজার ৬০ ফুট উঁচু পাহাড়ের জ্বালামুখ থেকে বেরিয়ে আসা ছাইয়ে বাড়ি ঘর ঢেকে যেতে দেখা যাচ্ছে। স্থানীয় কর্মকর্তা তহোরিকুল হক বলেন, উত্তপ্ত মেঘের চলার পথে সামবার মায়ুর এবং কুরাহ কোবোআন গ্রামের বাসিন্দাদের বাড়িঘরগুলো অবস্থিত। তার মধ্যে কুরাহ কোবোআন গ্রামের বাসিন্দাদের জ্বালামুখ দিয়ে ‘কোল্ড লাভা’ বা কাদার প্রবাহ বের হয়ে আসে কিনা সে বিষয়ে নজর রাখার অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে টাইগারদের বিশেষ জার্সি
পরবর্তী নিবন্ধএবার আইসক্রিমে করোনাভাইরাস