সৃষ্টিকর্তা মানুষের মধ্যেই বিশেষ কিছু ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের মাঝেই রয়েছে ধৈর্য ও সহ্যশক্তির মত বিশেষ কিছু গুণ। তাই মানুষই পারে মাইনাস ৫০ থেকে ৫০ ডিগ্রি তাপমাত্রা শরীরে সয়ে নিতে। ঠিক একই ভাবে মানুষ সেই সমান কষ্ট ও দুঃখের বোঝাও বয়ে যেতে পারে মৃত্যু পর্যন্ত। বড়ই অদ্ভুত মানুষের মন! মানুষ যখন কষ্টকে প্রথম চিনতে পারে তখন থেকেই শুরু হয় জীবনের সংগ্রাম। সমস্ত শক্তি দিয়ে চায় সেই কষ্ট থেকে বের হয়ে আসতে কিন্তু দেখা যায় সেই কষ্টগুলোই অনেকের জন্য চিরস্থায়ী হয়ে যেতে। মানুষ যখন বুঝতে শেখে এই কষ্ট ছেড়ে যাওয়ার নয় তখন কষ্টের সাথেই গড়ে তুলে সখ্যতা। আপোষ করে নেয় নিজের সাথে নিজেকে। এটা পরাজয় নয় বরং জীবন ও কষ্টের সাথে সমঝোতা যাকে বলে। জীবন তো ঠিক নদীর মতই বয়ে চলে। নদীর গতির মত জীবনের গতিকেও রোধ করা সম্ভব নয়। বয়ে চলা জীবননদীর মোহনা অবশেষে মিলে মৃত্যু নামক সাগরের সাথে। চলতি গতিপথের নদীর ধারে কিছু বিছিন্ন মনোরম দৃশ্যই হলো জীবনের সুখ নামে পরিচিত।