জীবন ও বাস্তবতা

জেবারুত সাফিনা | বুধবার , ৩১ জানুয়ারি, ২০২৪ at ৮:৪৮ পূর্বাহ্ণ

আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন আপনার ভালো থাকাটা আপনাকে নিশ্চিত করতে হবে। কেউ এটি নিয়ে মাথা ঘামাবে না। এর মাঝে একদল আপনার ‘ভালো থাকাটা’ স্বাগত জানাবে আর আরেক দল তাদের মত করে মতামত দিবে (নেগেটিভ)

ভালো যদি নাইবা থাকতে পারলেন তাহলে আপনার পরিবার ও সমাজকে আপনি ‘ভালো কিছু’ উপহার দেয়ার কথা চিন্তা করতে পারবেন কি?

বিশৃঙ্খল পরিবেশ আপনার মাঝে ভয়, রাগ, ক্ষোভের জন্ম দেয়া ছাড়া আর কিছু করতে পারে না। অস্থিরতার মাঝে আপনি কোনও কাজ ঠিকভাবে করতে সক্ষম হবেন না।

এজন্য ভালো থাকাটা অতীব জরুরি বর্তমান সামাজিক প্রেক্ষাপটে। অনেকে সম্পদের পাহাড় গড়েন কিন্তু ভালো থাকেন কই?

আবার অনেকে সচ্ছলতাকে বিলাসিতা মনে করেন এও ঠিক নয়। সম্পদ অর্জনের ক্ষেত্রে এমন কি জীবনের সর্বক্ষেত্রে ‘পরিমিতবোধ’ সাথে রাখতে হবে।

এ জীবনটা ‘ওয়ান টাইম’ কাজেই এটিকে সুখে ভরাতে হলে সর্বক্ষেত্রে ‘পরিমিত বোধ’ এ ধারণাটি মাথায় রেখে পথ চলতে হবে।

পূর্ববর্তী নিবন্ধস্মৃতিগুলো মনে পড়ে গেলো
পরবর্তী নিবন্ধকিশোরকবিতার রঙিন জগতে