মৃত্যুর সাথে বন্ধুত্ব করতে যেও না, মানুষ। অথচ মানুষ প্রতিটা দিন বন্ধুত্ব করে। রাতের বন্ধুত্ব নিয়ম করে। দিনেও নিয়মের মধ্যে ফেলে দেয় অনেকে। ঘুম মৃত্যুর ভাই। তবে মানুষ ঘুমায় বেঁচে উঠবে আশায়। আশা নিয়ে মানুষের দিনের শুরু। ভালোবাসায় শেষ। মানুষ বাঁচে আশায় আর ভালোবাসায়। আশাহীন জীবন মরুভূমিতে ভেলা আর আকাশে নৌকো চালানোর মত। কেউ আশা করেই বসে থাকেন। আশা করার কোন সীমাবদ্ধতা নেই। ইচ্ছেমতন আশা করা যায়। ক্লান্তি এসে ভীড় করলে শুয়ে শুয়ে আশা করেন। কেউ যদি তাকে জিজ্ঞেস করে, কাজকর্ম কিছু করছেন? গম্ভীর হয়ে দূরদৃষ্টিসম্পন্ন ভাব নিয়ে দীর্ঘ একটা নিশ্বাস নিয়ে বলেন, কিছু করার আশা করছি। কয়েক বছর পর একই প্রশ্ন করলে তিনি সগৌরব উত্তর করেন, আশা করছি খুব শীঘ্রই কিছু একটা হয়ে যাবে। তিনি কিন্তু এককথার মানুষ। দৃঢ়ভাব নিয়ে বলেছেন, হয়ে যাবে। প্রত্যয়মুক্ত আশা হতাশার বীজতলা। কোনকিছুই হয়ে যায় না। চেষ্টা করতে হয়। নিয়মিত চেষ্টা করতে হয়। প্রত্যাশা। প্রত্যয়যুক্ত আশা। প্রত্যয়যুক্ত আশাই জীবন। জীবনের শ্রীবৃদ্ধি করে।