জীবনের প্রয়োজনে প্রেমময় জীবন

নাজনীন লাকী | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

আমি কারও অধীন নই। স্বাধীনতা ভোগ করার অধিকার আমারও আছে। হ্যাঁ আমিও ভুল করি, ভুল থেকেই শিখছি। একটি এক বছরের বাচ্চা সে যেমন ভুল করে, একজন আশি বছরের মানুষ সেও ভুল করেন। একটু ব্যাখ্যা দিয়ে বলি।

মানুষের অনেক কাজ অনেকের পছন্দ নয়। যাদের পছন্দ তাদের কাছে তাঁর কাজ শুদ্ধ। আর অপছন্দের মানুষের কাছে ভুল। তো আমিও তাই। আমি ভুল আমি শুদ্ধ। আমি কারও জন্য বদলাতে চাই না। কারণ আমি তোমার জন্য নিজেকে বদলে ফেললে অন্য কারও কাছে আমি হয়ত ভুল হয়ে থাকবো। এবার আসি নিজের কাছে, তুমি হয়ত আমাকে বদলাবে আমিও বদলে গেলাম ঠিকই। একবার ভেবে দেখতো সে বদলানোতে আমি তোমাকে কিংবা তুমি আমাকে হারাবে নাতো? কারণ আমার বৈশিষ্ট্য নিয়েই তোমার কাছে আমি আর তুমি সেই আমার বৈশিষ্ট্যকেই বদলে দিবে? এটা কি ঠিক? আমি কার কার জন্য বদলাবো? মা হিসেবে, বউ হিসেবে, প্রেমিকা হিসেবে, সন্তান হিসেবে, শিক্ষক হিসেবে, কলিগ হিসেবে? কত জায়গায় বদলাতে হবে আমাকে বলতে পারো? পারবে? একটাই জীবন।এ জীবনে বদলানোর প্রয়োজন আসে, আসবে। এটা সময়ে আপনা আপনি হয়। আমিও হয়েছি। এ আমি ৩০ বছর আগের আমি নই। এ আমি ১০ বছর আগের আমি নই। সময় আমাকে বদলে দিবে। তোমার ও তোমাদের আমাকে বদলাতে হবে না। আমার দুটো সন্তান তাদের আমি কখনো বলবো না বদলে যাও। তারাও তাদের সময়, ভাগ্য জীবন নিয়ে বড়ো হবে। এটার মানে এই নয় যে আমি ওদের স্বেচ্ছাচারি হতে বলছি। তারা তাদের আদর্শে বড়ো হবে। সে আদর্শ কিছুটা পরিবার থেকে আর কিছুটা ঠেকে শিখে নিবে। সময় তাদের শিখাবে।তারা ভুল করবে।করুক, এ জীবনে কয়জন মানুষ আছে যে ভুল করেই শিখেনি? সবাই আমার মত হবে না।আমিও সবার মত হতে পারিনা। আশাও করিনা। আমি এমনি,এমনকেই জয় করতে শেখ। দেখ তুমিও অনেক কিছু শিখে নিবে। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারিতা নয়, ভালো লাগা মানেই ভালোবাসা নয়, প্রেমের জন্য জীবন নয়, জীবনের প্রয়োজনে প্রেমময় জীবন।

পূর্ববর্তী নিবন্ধদুয়ারে ফাগুন মনে আগুন
পরবর্তী নিবন্ধমোবাইল আর ফাস্ট ফুড অভিভাবকদের সচেতনতা জরুরি