সরকারের যুগ্মসচিব ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরী বলেছেন, একটি অর্থনৈতিক সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গঠনে দক্ষ মানুষের যেমন প্রয়োজন, তেমনি প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নেও প্রযুক্তির দক্ষতার বিকল্প নেই। বিশ্ব এখন প্রযুক্তির উপর ভর করেই চলছে। প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মেলাতে একটি রাষ্ট্রের প্রতিটি নাগরিককেই দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার যেমন বিকল্প নেই, তেমনি সেই প্রতিযোগিতায় প্রতিটি ব্যক্তিকেই অংশ নিতে হয়। গত শনিবার নগরের আকবরশাহ থানাধীন কর্ণেলহাটের নিউমনছুরাবাদে অবস্থিত ভোরের আলো আইটি ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রযুক্তিবিদদের মাঝে সনদ বিতরণকালে এসব কথা বলেন তিনি। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রখ্যাত চিকিৎসক ডা. শাহানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি ছিলেন চসিকের সাবেক কর্মকর্তা সাইফুদ্দীন আহমদ সাকী। ভোরের আলোর প্রতিষ্ঠাতা মো. শফিকুল ইসলাম খানের সঞ্চালনায় এতে শুভেচ্ছা ব্যক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইমা ইসলাম খান জেরিন। এসময় শিক্ষার্থীদের পক্ষে প্রশিক্ষণকালীন অভিজ্ঞতা বিনিময় করে শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ও তাহসিন হাবিব। উপস্থিত ছিলেন এস এম রিফাত, রোকসানা আক্তার রুনাসহ ভোরের আলো আইটি ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী ও অভিভাবকবৃন্দ। খবর বিজ্ঞপ্তির।