জামেয়ার জুলুস ময়দানে চলতি সফরের শেষ নামাজ আদায়

আজ স্বদেশের উদ্দেশ্যে রওনা দেবেন পীর সাবির শাহ | মঙ্গলবার , ১ অক্টোবর, ২০২৪ at ৪:৫৪ পূর্বাহ্ণ

আন্‌জুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় গতকাল সোমবার আওলাদে রাসুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা.জি.)’র ইমামতিত্বে এবারের সফরের শেষ এশা নামাজ চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসা সংলগ্ন জুলুস ময়দানে অনুষ্ঠিত হয়। দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্‌ (মা.জি.) সহ এ সময় নামাজ আদায় করেন। এরপর হাজার হাজার মুসল্লি সিলসিলায়ে আলীয়া কাদেরিয়া ত্বরিকায় দীক্ষিত হন।

এতে উপস্থিত ছিলেনআনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মনজুর আলম মনজু, সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারী মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ সিরাজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারী এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারি কমর উদ্দিন সবুর, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মুহাম্মদ গোলাম মহিউদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র সাবেক চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, আনজুমান ট্রাস্ট’র সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশের সদস্যবৃন্দ, অসংখ্য ওলামায়ে কেরামসহ লক্ষাধিক মুসল্লি। পরিশেষে, বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ করে সদ্য প্রয়াত মরহুম মোহাম্মদ মহসিনের মাগফেরাত কামনা করে দো’আ ও মুনাজাত পরিচালনা করেন হুজুর কিবলা আল্ল্ল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌্‌ (মা.জি.)

উল্লেখ্য, পবিত্র জশনে জুলুছে ঈদমিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র মাহফিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্মসূচীতে অংশগ্রহণ শেষে আজ ১ অক্টোবর আওলাদে রাসুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ মাদ্দাজিল্লুহুল আলী এবং শাহ্‌জাদা হযরতুলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্‌ (মা.জি.) শাহ্‌ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম হতে সন্ধ্যা ৭১০ টায় বাংলাদেশ বিমানযোগে স্বদেশের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। তাঁদের সফরসঙ্গী হিসেবে সাথে থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, আনজুমান সদস্য পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসেন খোকন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগুমের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে : সালাহউদ্দিন
পরবর্তী নিবন্ধ৭৮৬