জামায়াত নেতা আনিছ গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:২৪ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকা থেকে জামায়াত নেতা মো. আনিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত দশটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার রাতে পাঁচলাইশ থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ টি এজাহার নামীয় মামলার ১৬ টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জামায়াত নেতা মো. আনিছুর রহমান আনিছকে হামজারবাগ হামজা খাঁ লেইন যুগী পাড়া থেকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, আনিছ ১৯৯৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত ছাত্র শিবিরের সাথী ছিলেন। ২০১০ সালে জামায়াতে ইসলামীর হয়ে ৭ নং পশ্চিম শুলকবহর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।