জামালখান ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলনে নজরুল ইসলাম

আল্লাহর নৈকট্য লাভে সর্বোচ্চ চেষ্টা করতে হবে

| রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরীর নায়েবে আমীর নজরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও সুশৃঙ্খল দল। এই সংগঠনে কেউ দায়িত্ব চেয়ে নেয় না। সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব প্রদান করলে সেই দায়িত্ব পালন করতে হয়। ইসলামী আন্দোলনের কর্মীদের সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি শেষ রাতে ইবাদাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। গত ৬ ডিসেম্বর জামালখান ওয়ার্ডের উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামালখান ওয়ার্ড আমির মো. একরামুল হকের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মো. রোকন উদ্দীনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানা জামায়াতের আমির আমির হোসাইন, মাওলানা মোহাম্মদ ফেরদাউস, নুরুন্নবী মিয়া, কাবেল হোসাইন, মো. আক্কাস উদ্দীন, ডা. পারভেজ ইকবাল শরীফ, কোতোয়ালী থানা ছাত্রশিবির সভাপতি খুররম আহমদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় বিএনপির ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধসিআইইউতে ক্লিনিক্যাল গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বিষয়ক বক্তৃতা