জাতীয় গ্রিড চট্টগ্রামে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী নসরুল হামিদের প্রতি অনুরোধ জানিয়েছেন চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নিকট এ অনুরোধ রাখেন। এ সময় সুজন বলেন, বর্তমানে বিভিন্ন শিল্প-কারখানা তাদের প্রতিষ্ঠানের ছাদে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ছাড়াই প্রতিষ্ঠানসমূহ তাদের উৎপাদন অব্যাহত রেখেছে যা নিঃসন্দেহে প্রশংসনীয় বলা চলে। এভাবে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমাতে শিল্প-কারখানাগুলোকে স্বতন্ত্র সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানান তিনি। সুজন বলেন, প্রি-পেইড মিটার স্থাপন বিদ্যুৎ বিভাগের একটি যুগান্তকারী পদক্ষেপ। এ প্রকল্প বাস্তবায়নের ফলে গ্রাহকগণ একদিকে নানাবিধ হয়রানি থেকে মুক্ত হয়েছেন, অন্যদিকে শতভাগ বিল আদায় নিশ্চিত, সিস্টেম লস হ্রাসের মধ্য দিয়ে বিদ্যুৎ বিভাগের রাজস্ব আয় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।