জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দলের মিলাদ মাহফিল

| সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১০:৪০ পূর্বাহ্ণ

সাবেক রাষ্ট্রদূত ও শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান ও এ এম নাজিম উদ্দীনসহ বিভিন্ন নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দল। গতকাল রবিবার বিকালে নতুন ব্রিজ বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের স্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি আলাউদ্দিনের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক নুর ইসলাম মহাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জলিল সিকদার মাস্টার, সিনিয়র সহসভাপতি ইয়াকুব খান, সহসভাপতি ওমর ফারুক রানা, চট্টগ্রাম হোটেল শ্রমিক সংগঠনের সিনিয়র সভাপতি নুরু ইসলাম। আরো উপস্থিত ছিলেন একরামুল হক খোকন, জাফর, পারভেজ, রুবেল, দানু মিয়া, সাদ্দাম, ফারুক, রাজু, মঞ্জু, রেদুয়ান, হারুনুর রশিদ, নুরে আলম মাস্টার, নুরু ইসলাম, শুকুর, জয়নাল আবেদিন সুকানি, সাত্তার সুকানি, ইদ্রিস মোল্লা, ইব্রাহিম সুকানি, সানাউল্লাহ মাস্টার, কোরবান আলিসহ বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায়সহ বিএনপির ও শ্রমিক দলের নেতৃবৃন্দদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন দরবারের প্রতিনিধিদের সাথে বিএসপির চেয়ারম্যানের মতবিনিময়
পরবর্তী নিবন্ধগ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ইপিজেড থানা শাখার অভিষেক