নগরীর জহুর হকার্স মার্কেটে হাজী নূর ছোবহান ক্লথ স্টোর নামের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ১১টার দিকে দোকানের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, আমরা সকাল সাড়ে ১১টার দিকে জহুর হকার্স মার্কেটে আগুন লাগার সংবাদ পাই। সঙ্গে সঙ্গে নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি করে মোট চারটি ইউনিট ৪০ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। আগুন লাগার কারণও তদন্ত সাপেক্ষে জানানো যাবে।
জহুর হকার্স মার্কেটের যুগ্ম সদস্য সচিব মো. ফজলুল আমিন বলেন, আগুনে আমাদের জানা মতে–অন্তত দেড়কোটি টাকা কাপড় পুড়ে গেছে। তবে সঠিক সময়ে আগুন নিভানোর কারণে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে মার্কেটের ব্যবসায়ীরা।