মানুষ বলে কান্নায় লাভ নেই, কান্নায় কোন সফলতা বয়ে আনে না। হুট করে প্রিয় কেউ যোগাযোগ না করলে, গুরুত্ব না দিলে, মূল্য না দিলে, জীবন থেকে হারিয়ে গেলে কান্না করতে নেই। শক্ত হতে হয়। এই উপদেশ বাণী জীবনে কতোটা কাজে লাগে? মনে করি যারা ঠকায় তারা কখনও কাঁদে না তারা কাঁদবেই বা কেন? ঠকায় কারা? যারা নির্মম, নিষ্ঠুর তারাইতো! ঠকে কেবল মায়াবী মনের মানুষগুলো। মায়াবী মনের মানুষ কাঁদবে এটাই স্বাভাবিক। মরুভূমিতে কখনও সবুজ প্রকৃতি দেখা যায় না। নিষ্ঠুর মানুষ যারা ঠকায় তারা হলো মরুভূমির মতো হৃদয়ের অধিকারী । তাদের বুকে ভালোবাসা নেই, মায়া নেই। তাদের চোখে জল আসার কোন কারণ নেই। জল তো আসে কোমল মনের মানুষগুলোর। যাদের মনে ভালোবাসা, মায়া,মমতায় পরিপূর্ণ চোখের জল তাদের হৃদয় কোমল হতে কোমলতর থাকে। তাইতো কোমল মনের মানুষগুলো সুখে কাঁদে আবার দুঃখেও কাঁদে। কেঁদে কেঁদে নিজেকে কোমল রাখে। কোমল মনের মানুষগুলো নিজে ঠকলেও অন্যকে ঠকায় না। যেসব মানুষ অন্যের দুঃখ, কষ্ট নিজের দুঃখ, কষ্টের মতো অনুভব করতে পারে পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ মানুষ। চোখের জলের মূল্য তারাই দিতে পারে যার চোখে জল আসে। জলহীন চোখের মানুষের মনে কখনও ফুল ফোটে না। তারা নির্মম ও নিষ্ঠুর হবে এটাই স্বাভাবিক।