জলকদর খালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ফিশিং বোট

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ২৫ জানুয়ারি, ২০২৩ at ৪:৫৬ পূর্বাহ্ণ

বাঁশখালীর শেখেরখিল জলকদর খালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে গেছে একটি ফিশিং বোট। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফিশিং বোটের মালিক কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং নজু বাপের বাড়ি গ্রামের ফরিদুল আলম জানান, তার একটি ফিশিং বোট মেরামতের জন্য গত সোমবার রাতে বাঁশখালীর শেখেরখিল জলকদর খালে রেজাউল করিম চৌধুরীর ডকে তোলেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে হঠাৎ ফিশিং বোটে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ডকে থাকা অন্যান্য বোট রক্ষা করতে অগ্নি আক্রান্ত ফিশিং বোটটি খালের পানিতে নামিয়ে দেয়া হয়। প্রায় দুঘণ্টা ভাসমান অবস্থায় থেকে বোটটি পুড়ে যায়। এতে আনুমানিক ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতি সহনীয় পর্যায়ে না এলে দেশ টিকবে না : হাই কোর্ট
পরবর্তী নিবন্ধলাশের পাশের ফোন ধরিয়ে দিল ৬ খুনিকে