এশিয়া কাপে টিকে থাকার মিশনে দারুণ রোমাঞ্চকর এক ম্যাচ জিতে ঘুরেই শুধু দাঁড়ায়নি বাংলাদেশ। জায়গা করে নিয়েছে সুপার ফোর পর্বে। আফগানিস্তানের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলা বাংলাদেশ জয় দিয়ে সুপার ফোর পর্ব শুরু করতে আত্মবিশ্বাসী। সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে অবশ্য শক্তিশালী স্বাগতিক পাকিস্তানকে পাচ্ছে বাংলাদেশ। ২০১৯ সালের বিশ্বকাপের পর এবারই প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান। সর্বশেষ লড়াইয়ে টাইগারদের ৯৪ রানে হারিয়েছিল পাকিস্তান। বিশ্বকাপের ঐ ম্যাচের আগে পাকিস্তানের বিপক্ষে টানা চারটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এর মধ্যে ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত এশিয়া কাপের সুপার লিগ পর্বেও জিতেছিল। আর সে জয়টি ছিল এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র সাফল্য। সে ম্যাচে ৯৯ রান করেছিলেন মুশফিকুর রহিম। শুধু তাই নয় সে আসরের ফাইনালও খেলেছিল বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার সুপার ফোর পর্বের ম্যাচটি।
ওয়ানডেতে পরিসংখ্যানের দিক থেকে যোজন যোজন এগিয়ে পাকিস্তান। দু দলের ৩৭ মোকাবেলায় বাংলাদেশের জয় মাত্র ৫টি। হেরেছে ৩২টি ম্যাচে। শুধু তাই নয় এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে হৃদয় ভঙ্গের কিছু অভিজ্ঞতাও আছে বাংলাদেশের। ২০১২ সালে ঘরের মাঠের এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল টাইগাররা। সে আসরে পাকিস্তান ছাড়া অন্য সব দলকে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মাত্র ২ রানের হারে হৃদয় ভাঙ্গে পুরো জাতির। তবে সময় গড়ানোর সাথে সাথে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ওয়ানডে ফরম্যাটে এখন শক্তিশালী দলে পরিণত হয়েছে বাংলাদেশ। কিন্তু এশিয়া কাপের সুপার ফোর পর্বে ফেভারিট হিসেবেই শুরু করবে পাকিস্তান। কারণ ঘরের মাঠের সুবিধার পাশাপাশি দুর্দান্ত বোলিং আক্রমন রয়েছে তাদের। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফকে নিয়ে বিশ্বের অন্যতম ভয়ংকর পেস আক্রমন রয়েছে পাকিস্তানের।
তবে খাদের কিনারায় পৌঁছে যাওয়ার পরও টুর্নামেন্টে টিকে থাকার দৃঢ় মানসিকতা দেখিয়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার কারণে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে হারের পর সুপার ফোর পর্বে যাওয়াটা একরকম কঠিন হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে জায়গা করে নেয় সুপার ফোর পর্বে। এবার নতুন পরীক্ষা এবং নতুন পথ চলা। আর এই পথ চলায় আফগানদের বিপক্ষে জয়টাকে অনপ্রেরণা হিসেবে কাজে লাগাতে চাইছে বাংলাদেশ দল। যদিও পাকিস্তানের বিপক্ষে খেলাটা কঠিন হবে। দারুণ শক্তিশালী একটি দল পাকিস্তান। তার উপর তাদের পেস আক্রমন এখন বিশ্বসেরা। তারপরও বাংলাদেশ চাইছে জয় দিয়ে এই পর্ব শুরু করতে।
পাকিস্তানের বিপক্ষে জিততে হলে নিজেদের দক্ষতাও দেখাতে হবে বাংলাদেশকে। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন আমরা কোন প্রতিপক্ষকে নিয়ে চিন্তিত নই। আমরা শুধু আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই। আমরা জানি আমরা যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে আমরা যে কোন দলকে যে কোন কন্ডিশনে হারাতে পারি। শক্তিশালী ব্যাটিং এবং বোলিং আক্রমণ আছে পাকিস্তানের। কিন্তু আমাদের যা দক্ষতা আছে, তা দিয়ে তাদের মোকাবেলা করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।