জব্বারের বলী খেলা ২৫ এপ্রিল

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪ at ৭:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামতো বটেই সারা দেশের সবচাইতে প্রাচীনতম ঐতিহ্য আবদুল জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল। এটি বলী খেলার ১১৫ তম আসর। ঐতিহাসিক লালদীঘি মাঠে এই বলী খেলা ছাড়াও তিন দিন ব্যাপি বসবে বৈশাখী মেলা। যা চট্টগ্রামসহ সারা দেশের মানুষের কাছে অন্যতম বড় আকর্ষণ। জব্বারের বলী খেলায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সারা বছর নিজেদের প্রস্তুত করেন বলীরা। আর ১২ বৈশাখ নিজের সেরাটা দিয়ে শিরোপা জয়ের জন্য লড়াই করে। এবারেও বেশ সমারোহে আয়োজিত হচ্ছে জব্বারের বলী খেলা। আয়োজকরা আশা করছেন অন্যান্যবারের মত এবারেও রেকর্ড সংখ্যক বলী অংশগ্রহণ করবে। জব্বারের বলী খেলার পৃষ্ঠপোষকতায় এবারে এগিয়ে এসেছে চট্টগ্রামেরই প্রতিষ্ঠান এনএইচটি হোল্ডিংস লিঃ এর অঙ্গ প্রতিষ্ঠান এনএইচটি স্পোর্টস কমপ্লেক্স। জব্বারের বলী খেলাকে কেন্দ্র করে এরই মধ্যে চট্টগ্রামে আসতে শুরু করেছে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ২৪ এপ্রিল থেকে তারা নানা পণ্যের পসরা সাজিয়ে বসবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আনজুমিয়ার বলী খেলায় রাঙামাটির রুবেল বলী চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধকক্ষ বরাদ্দ নিয়ে কর্মকর্তাদের মাঝে চলছে মান অভিমান