মৃত্যুর পরে আবার যদি ফিরে আসি–
একটা ঘাসফড়িং হবো
চপল চকিত।
স্বপ্ন ও প্রাপ্যের হিসাব মিলিয়ে নেবো।
মর্গের ড্রয়ারে রেখে আসা শরীরকে জাগাবো আদরে,
গুঁজে দেবো প্রাণ ঘাসফড়িংয়ের।
তোমার প্রতিটি স্পর্শের কাছে
অনুরাগে মূর্ছিত এক একটা স্মৃতিকে
গোপন সিন্ধুকে আটকে ক্রমশ উড়ে যাবো–
একটা প্রস্ফুটিত ফুলের কাছে
একটা ঘুমে তলিয়ে যাওয়া ভোরের কাছে।
অতঃপর গত জন্মের কিছু অনুচ্চারিত শব্দকে
মুক্তি দিয়ে নিঃশ্বাসের রন্ধ্রে রন্ধ্রে গেঁথে নেবো স্বর্গপুষ্পঘ্রাণ।