গতকাল ৫ অক্টোবর ছিল মাশরাফি মুর্তজার ৩৮তম জন্মদিন। ওয়ানডেতে দেশের সবচেয়ে সফল অধিনায়কের জন্মদিনে সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মাশরাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নিজের ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘শুভ জন্মদিন ম্যাশ, লক্ষ মানুষের অনুপ্রেরণা। মাঠের ভেতর ও বাইরের রোল মডেল হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা থাকবে। আপনি আমাদের কিংবদন্তি।’ মাহমুদউল্লাহ শুভেচ্ছা জানিয়েছেন এই লিখে, ‘শুভ জন্মদিন আমার প্রিয় ভাই। আল্লাহ আপনাকে সবসময় সুস্থ শরীরের অধিকারী করুক।’ মাশরাফির কাছ থেকে ওয়ানডের অধিনায়কত্ব পাওয়া তামিম ইকবালের শুভেচ্ছাবার্তাটা এমন, ‘শুভ জন্মদিন মাশরাফি ভাই।’ সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল লেখেন, ‘শুভ জন্মদিন মাশরাফি। আজীবন হাসি, আনন্দে কাটুক এই কামনা করি।’
মাশরাফি ও তার ছেলে সাহেলের জন্ম তারিখ একই, বিষয়টি উল্লেখ করে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার জুনিয়র ও সিনিয়র হিরো। দুজনই আমার জীবনের গর্ব। একই দিনে আমার জীবনকে রঙিন করার জন্য তোমাদের ধন্যবাদ। আল্লাহ তোমাদের দীর্ঘ ও সুখী জীবন দান করুন।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী মাশরাফির একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন ভাইয়া।’ এমনি করে ক্রিকেট এবং ক্রিকেটের বাইরে অনেকেই মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।